২৯তম হিট ওপেন ২০২৫: দীপ্তায়ন ঘোষ সেরা

GM দীপ্তায়ন ঘোষ ৯ রাউন্ডে ৮ পয়েন্ট করে ২৯তম হিট ওপেন ২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছেন। দীপ্তায়ন বাকি প্রতিযোগীদের চেয়ে দেড় পয়েন্ট এগিয়ে শেষ করেছেন। FM দেজান অমর্যান (সার্বিয়া), GM মাতেজ সেবেনিক (স্লোভেনিয়া) ও FM রুডি ওলেনিক ক্যাম্পা (স্লোভেনিয়া) প্রত্যেকেই ৬.৫ পয়েন্ট করেন। টাই-ব্রেক অনুযায়ী তাঁরা দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেন। টুর্নামেন্টের প্রথম তিনটি পুরস্কার ছিল €১০০০, €৭৫০ and €৫০০ করে যথাক্রমে। চেস ক্লাব নোভা গোরিকা এই আটদিনব্যাপী নয় রাউন্ডের রেটিং ওপেন টুর্নামেন্টের আয়োজন করেছিলেন পারলা, রিসর্ট ও এন্টারটেইনমেন্ট, নোভা গোরিকা, স্লোভেনিয়াতে ২8 থেকে ৩১সে জানুয়ারী ২০২৫। এটি দীপ্তায়নের বছরের দ্বিতীয় টুর্নামেন্ট আর সেটিতে তিনি দারুণভাবে বিজয়লাভ করেন। ছবি: RTV স্লোভেনিয়া