অর্পণ দাস সেরা পিএমজেডডিএস রেটিং ওপেন ২০২৫
04/02/2025 -অর্পণ দাস ১০ রাউন্ডে ১০ পয়েন্ট করে পিএমজেডডিএস রেটিং ওপেন ২০২৫ চ্যাম্পিয়ন হয়েছে। অর্পণ সকলের থেকে দুই পয়েন্ট আগে শেষ করেছে। তিনি এক রাউন্ড আগেই চ্যাম্পিয়ন হয়ে গেছিলেন যখন তাঁর স্কোর ৯ এ ৯ হয়। দক্ষ রুদ্র ও অভিজ্ঞান দাস ৮ পয়েন্ট করেন। তাঁরা দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেন টাই-ব্রেক অনুযায়ী। টুর্নামেন্টের মোট পুরস্কার মূল্য ছিল ₹১৫০০০০। প্রথম তিনটে পুরস্কার ছিল ₹২৫০০০, ₹১৮০০০ and ₹১০০০০। পূর্ব মেদিনীপুর জেলা দাবা সংস্থা এই ছয়দিন ব্যাপী দশ রাউন্ডের রেটিং ওপেন টুর্নামেন্টের আয়োজন করেছিলেন শ্রী হরি ভবন, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গে ৭ই থেকে ১২ই জানুয়ারী ২০২৫। এটি অর্পনের বছরের প্রথম টুর্নামেন্ট বিজয়প্রাপ্তি। ছবি: উৎপল পল / এনজয় ফুড এনজয় লাইফ